জনাব Hatem tai, facebook re-add blocke আপনি তখনই খাবেন যখন আপনি অচেনা বা চেনা কাউকে বার বার ফ্রেন্ড রিকুয়েস্ট দেবার পর তিনি আপনার রিকয়েস্ট টি ডিলিট বা রিজেক্ট করে দিচ্ছে। কিন্তু তবুও আপনি তাকে ফেন্ডরিকয়েস্ট পাঠাচ্ছেন সে ক্ষেত্রে আপনি উক্ত ফলটি খুব আরামের সহিত ভোগ করবেন। ঐ জন্যই আমি মাঝে মাঝেই বলি লাইক আর ফ্রেন্ড বাড়ানোর বেশি লোভ করবেন না। 
কথায় আছে লোভে পাপ আর পাপে মৃত্যু। 
এ থেকে বাচার তেমন কোনে নিয়ম নেই। তবে যাকে তাকে ফ্রেন্ড রিকয়েস্ট পাঠাবার আগে তার প্রফাইল টা একবার চেক করে নিন। তাকে যদি একবার রিকয়েস্ট দিয়েছিলেন বা চেনেন না এ রকম মনে হয় তবে তাকে রিকয়েস্ট দেবার কোন প্রয়োজন নেই।
এব্যাপারে যদি আরো কিছু জানতে চান তবে লজ্জা না করে মন্তব্য করতে পারেন। ধন্যবাদ :-D
Talk Doctor Online in Bissoy App