RushaIslam

Call

শরীর বা হাত পায়ের পশম বা লোম ওঠার জন্য একধরনের হরমোন কাজ করে প্রভাবক হিসেবে।অনেকসময় ডিএনএ-র এক্সপ্রেসন এর সময়, মাত্রা. ধরণ অনুযায়ী এই পশমের তারতম্য ঘটে।অনেকক্ষেত্রে দেখা যায় বিভিন্ন পুরুষের শরীরে লোম বা পশম খুব ই কম। মূলত তাদের শরীরে সেই জেনেটিক হরমোনের অভাব থাকে।মহিলাদের ক্ষেত্রে তার শরীরে ডি এন এ এর এক্সপ্রেশন  এবং হরমোনভেদ অনেক কম। পুরুষদের যে জেনেটিক হরমোনের প্রভাবে শরীরে পশম হয়,মহিলাদের শারীরিক ক্ষেত্রে সেই হরমোনের মাত্রা খুবই কম।তাই পুরুষের গায়ের মধ্যে মেয়েদের তুলনায় পশম একটু বেশি থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ