না জেনে উত্তর দেয়া থেকে বিরত থাকুন।ধন্যবাদ।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মুরব্বিরা বলেন বুকে লোম থাকা ভাগ্যবানের লক্ষণ।যাদের হরমূন বেশী তাদের বেশী লোম হয়।লোম ফেলে দেয়া ঠিক না। কোন কোন আলেম বলেন:-শরীরের অবাঞ্চিত লোম ছাড়া অন্যান্য লোম আল্লাহ পাকের দেয়া নিয়ামত।তাই এগুলা ফেলে দেয়া মাকরূহ। আবার কেউ বলেন:-হাদিসে লোম ফেলে দেয়ার ব্যাপারে কোন আদেশ নিষেধ নায়।তাই লোম ফেলে দেয়াতে কোন গুনাহ নায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বুকের লোম কাটা হারাম নয় তবে উত্তমও নয়।

"বুকের ও পিঠের লোম ছাঁচা শিষ্টাচার পরিপন্থী। "(রদ্দুল মুহতার ৯/৫৮৩)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ