শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

অর্থ ১ শব্দের বাংলা অর্থ [অর্‌থো] (বিশেষ্য) ১ ধন টাকাকড়ি বিত্ত সম্পত্তি (অর্থব্যয়)। ২ প্রয়োজন উদ্দেশ্য হেতু (দেশ সেবার্থে দান)। ৩ তত্ত্ব সত্য (যথার্থ)। ৪ জাগতিক সৌভাগ্য (ধর্ম-অর্থ-কাম-মোক্ষ)। ৫ ইচ্ছা অভিলাষ প্রার্থনা (মোক্ষার্থে তপস্যা)। ৬ ধনবিজ্ঞান (অর্থশাস্ত্র)। ৭ জ্ঞাতব্য বিষয় (সর্বার্থতত্ত্ববিদ)। ৮ কাম্যবস্তু (পুরুষার্থ)। অর্থকর (বিশেষণ) আয়জনক উদ্দেশ্য সাধক। অর্থকরী (বিশেষণ) অর্থোপার্জনে সহায়ক আয়জনক (অর্থকরী বিদ্যা)। অর্থকষ্ট, অর্থকৃচ্ছ্র (বিশেষ্য) টাকা-পয়সার অভাবহেতু ক্লেশ বা কষ্ট দারিদ্র। অর্থকামী (অর্থমিন্‌) ( বিশেষণ) অর্থ বা টাকা পয়সা কামনা করে এমন। অর্থকৃচ্ছ্রঅর্থকষ্ট। অর্থগৃধ্নু, অর্থপর, অর্থপরায়ন (বিশেষণ) ধনলোভী ধনসর্বস্ব কৃপণ। অর্থচিন্তা (বিশেষ্য) উপার্জনের জন্য ভাবনা বা চিন্তা। অর্থচেষ্টা (বিশেষ্য) ধন উপার্জনের চেষ্টা। অর্থদণ্ড (বিশেষ্য) জারিমানা ফাইন। অর্থনীতি (বিশেষ্য) ধনবিজ্ঞান economics । অর্থপর, অর্থপরায়ণ অর্থগৃধ্নু। অর্থপিশাচ (বিশেষণ) (বিশেষ্য) পাপ-পুর্ণের বিচার না করে অর্থ সঞ্চয়ে প্রয়াসী আদর্শবিহীন-রূপে ব্যয়কুন্ঠ। অর্থপ্রদ (বিশেষণ) অর্থ দেয় বা দান করে এমন। অর্থপ্রাপ্তি (বিশেষ্য) অর্থলাভ ধনলাব (অর্থপ্রাপ্তিযোগ)। অর্থবান (বিশেষণ) অর্থশালী ধনবান। অর্থবিদ্যা (বিশেষ্য) অর্থবিষয়ক বিদ্যা অর্থনীতি economics । অর্থবিনিয়োগ (বিশেষ্য) টাকা খাটানো বা নিয়োগ করা investment (ব্যবসায়ে অর্থবিনিয়োগ)। অর্থবৈকল্প ( বিশেষ্য) কথার ফাঁকি ব্যপদেশ। অর্থব্যয় (বিশেষ্য) টাকা খরচ। অর্থভাগ্য (বিশেষ্য) অর্থলঅভের অদৃষ্ট অর্থের সৌভাগ্য। অর্থভাণ্ডার (বিশেষ্য) তহবিল কোষ। অর্থশালী (অর্থলিন্‌) (বিশেষণ) রাষ্ট্রবিজ্ঞান(চাণক্য তায় দ্যায় না আমল অর্থমাস্ত্রে নেহাৎ সে নামকাটা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ নীতিশাস্ত্র ethics । অর্থশূন্য (বিশেষণ) ধনহীন। অর্থসংস্থান (বিশেষ্য) ধন আহরণ সঙ্গতি। অর্থসঙ্কট, অর্থসমস্যা (বিশেষ্য) অর্থাভাবজনিত বিপদ বা সমস্যা। অর্থসিদ্ধি (বিশেষ্য) উদ্দেশ্য সিদ্ধি প্রয়োজন সাধন। অর্থহানি (বিশেষ্য) ধনক্ষয়। অর্থহীন (বিশেষণ) ধনশূন্য। অর্থাগম (বিশেষ্য) ধনপ্রাপ্তি। অর্থোপার্জন (বিশেষ্য) টাকা আয়। {(তৎসম বা সংস্কৃত) √অর্থি+অ(অচ্‌)},

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ