নামাযে সুন্নতে মুআক্কাদাহ ১২টি।যথাঃ

  • দুই হাত উঠানো ।
  • দুই হাত বাঁধা ।
  • সানা পড়া ।
  • আউযুবিল্লাহ পড়া ।
  • বিসমিল্লাহ পড়া ।
  • আলহামদুর পর আমীন বলা ।
  • প্রত্যেক উঠা-বসায় আল্লাহু আকবর বলা ।
  • রুকুর তাসবীহ বলা ।
  • রুকু হইতে উঠিবার সময় সামিআল্লাহুলিমান হামিদাহ, রাব্বানালাকাল হামদু বলা ।
  • সেজদার তাসবীহ বলা ।
  • দরূদ শরীফ পড়া ।
  • দু'আয়ে মাসুরা পড়া ।                  

শেয়ার করুন বন্ধুর সাথে