শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সমস্যাটা তো এখানেই। আপনি জানেন যে আপনি যে কোন সময় মারা যাতে পারেন। হতে পারে সেটা কোন রোগ, কোন সড়ক দূর্ঘটনা, কিংবা ভূমিকম্প অথবা অন্য কিছু। কিন্তু সেই হঠাৎ টা যে ঠিক কখন আসবে সেটা তো আর আপনি বা আমি কেউ জানিনা। হতে পারে সেটা 1 মিনিট, কিংবা 1 বছর কিংবা 50/60 বছর পর। তার মানে দাড়াল যতদিন আপনি বেঁচে থাকবেন আপনাকে স্বাভাবিক ভাবে বাঁচার চেষ্টা করতে হবে। যেতেহু আমরা মানুষ এবং সামাজিক জীব তাই আমাদের সামাজিক রীতি নীতি মেনেই চলতে হয়। কারণ ভালভাবে যদি আপনি বাঁচতে না পারেন তাহলে সেটা খুবই যন্ত্রণাদায়ক হয়। সেজন্যই আমাদের কিছু স্বপ্ন, কিছু আশা মনের মধ্যে লালন করতে হয়। আর এগুলো পূরণ হলে আমরা ভালভাবে বাঁচতে পারি। আর দুনিয়া হল আমাদের জন্য পরীক্ষার স্থান। এখানে আল্লাহ আমাদের পাঠিয়েছেন পরকালে ভালভাবে থাকার জন্য। পরীক্ষায় যদি আমরা পাশ করি তাহলে পরকালে সুখী হব। জান্নাতে আমাদের স্থান হবে। আর যদি ফেইল করি তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে জাহান্নামের আজাব। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ