Call

এটা অনেকটা ভার্সিটি ডিপেন্ডেড।আপনি ঢাবিতে অনার্স করতে চাইলে একটা নির্দিষ্ট জিপিএ মিনিমাম পেয়ে পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে।এই মিনিমাম জিপিএ ভার্সিটি টু ভার্সিটি ভ্যারি করে।ন্যাশনালে তুলনামুলক কম জিপিএ পেয়েও ইক্সাম দেয়া যায়।এখন আপনি কোথা থেকে কোন বিভাগ থেকে অনার্স করতে চান সেটা বললে আরো নির্দিষ্ট করে বলা যেত।সাইন্স থেকে ও ভালো ভার্সিটিতে ভর্তি ইক্সাম দেওয়ার জন্য তুলনামুলক জিপিএ বেশি লাগে।

Talk Doctor Online in Bissoy App

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির ক্ষেত্রে এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে কমপক্ষে জিপিএ -2.00 করে পেতে হবে এবং আপনি যে বিষয়ে অনার্স করতে চান ঐ বিষয়ে এইচএসসিতে কমপক্ষে জিপিএ - 3.00 বা B গ্রেড পেতে হবে।

Talk Doctor Online in Bissoy App