মনে করুন , আপনার প্রেমিকাই আপনাকে প্রশ্নটি করলেন । কিভাবে উত্তর দিবেন ? . (সকলের উত্তর আশা করছি)
শেয়ার করুন বন্ধুর সাথে
usmanahmad

Call

একজন আরেকজনকে ভালোবাসে চার কারণেঃ ১.রুপ ২.গুণ ৩.

উপকার করার দরুন ৪. নিকটাত্মীয়তা।

১নং ক্ষণস্থায়ী,২নং স্থায়ী,  ৩নং সাময়িক, ৪নং নেইই।

১এর কথা বললে খুশি হলেও অন্য রুপবতী পেলে ফেলে যাওয়া

সম্পূর্ণ সম্ভাবনাময়। 

৩ ৪ এর অস্তীত্ব প্রচলিত প্রেমে নেই। তাই ২টি ধরাই উত্তম।

আমার তো নেই,থাকলে জবাব এভাবে দিতামঃ

"তোমার সৌহার্দপূর্ণ অতুলনীয় গুণাবলী দেখে।

আর তোমার মাধুর্যময় রুপের তো তুলনাই নেই।

আর কি চাই তোমায় ভালোবাসতে"।

এবার আপনি আপনারটা বাছাই করুন।

(জানান দিবেন বাছাইকৃতটির।) 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আমি এমন উত্তর দিতাম :

তোমার হৃদয় কি বলে?? 

তুমি চাঁদনী রাতে আকাশের পানে তাকিয়ে

নিরিবিলিতে তোমার হৃদয়কে প্রশ্ন করবে। 

আর তোমার হৃদয় , মন যে কথা বলবে সেটাই

 আমার কথা । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ