’বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ- পঙ্‌ক্তিটির রচয়িতা কে?

’বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ- পঙ্‌ক্তিটির রচয়িতা কে? সঠিক উত্তর জসীমউদ্‌দীন

জসীম উদ্‌দীন রচিত রাখালী কাব্যেগ্রন্থের কবর কবিতার পঙক্তিঃ বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান - তলীর গাঁ।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা "আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ"। পংক্তিটির রচয়িতা কে?

’আমারে দেখিতে যাইও কিন্তু (উজান তলীর) গাঁ।’ চিহ্নিত অংশের কারক ও বিভক্তি নির্ণয় কর।

’ আমারে দেখিতে যাইও কিন্তু উজান -তলীর গাঁ -রাইনটির কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে?

”মরণ রে, তুঁহুঁ মম শ্যাম সমান।”-- পঙ্‌ক্তিটির রচয়িতা কে?

আমি বেদুঈন, আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। পঙ্‌ক্তিটির রচয়িতা কে?

খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে। একদা কী করিয়া মিলন হল দোঁহে, কী ছিল বিধাতার মনে। পঙ্‌ক্তিটির রচয়িতা কে?

’ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা’ পঙ্ ক্তিটির লেখক কে?

আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রর্থনা" বাক্যে 'আমারে' শব্দটি কোন করাকে কোনা বিভক্তি?