বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা "আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ"। পংক্তিটির রচয়িতা কে?

বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা "আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ"। পংক্তিটির রচয়িতা কে? সঠিক উত্তর জসীমউদ্‌দীন

বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা "আমারে দেখিতে যাইও কিন্তু উজান - তলীর গাঁ"। পংক্তিটির রচয়িতা জসীমউদ্‌দীন। কবর কবিতাটি বাংলা সাহিত্যে জসীমউদ্দিনের এক অবিস্মরণীয় অবদান। ১ জানুয়ারি ১৯০৩ সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে কবির জন্ম। কবি যে ঘরে থাকতেন সে বাড়ির সামনে সিঁড়ি, সিঁড়ির দু’দিকে লেবু গাছ, মাঝখানে ডালিম গাছ। এই জায়গাটিই তাঁর কবিতার সৃষ্টির উৎসভূমি। তাঁর লেখনীতে উঠে এসেছে পল্লীমানুষের জীবনের হালচাল নিয়ে। ১৯২৫ সালে কবি জসীমউদ্দীন রচিত ‘কবর’ কাবিতাটি প্রথম কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। কল্লোল পত্রিকার তৃতীয় বর্ষ তৃতীয় সংখ্যায় ‘গ্রাম্য কবিতা’ পরিচয়ে মুদ্রিত ‘কবর’ প্রকাশের সঙ্গে সঙ্গেই বিপুল সাড়া জাগিয়েছিল।
শেয়ার করুন বন্ধুর সাথে

বিসিএস, ব্যাংক, প্রাইমারি সহ সরকারি বেসরকারি চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Related MCQ's

’বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ- পঙ্‌ক্তিটির রচয়িতা কে?

’আমারে দেখিতে যাইও কিন্তু (উজান তলীর) গাঁ।’ চিহ্নিত অংশের কারক ও বিভক্তি নির্ণয় কর।

’ আমারে দেখিতে যাইও কিন্তু উজান -তলীর গাঁ -রাইনটির কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে?

আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রর্থনা" বাক্যে 'আমারে' শব্দটি কোন করাকে কোনা বিভক্তি?

‘কিন্তু আমরা সাহিত্যগগণে নজম-উল-ওলামা দেখিতে চাই?-কে বলেছেন?

'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই' , পংক্তিটির রচয়িতা-