Call
‘সুভা’ গল্পে ‘গ্রামলক্ষ্মী স্রোতস্বীনী’ কথাটি দ্বারা কী বোঝান হয়েছে? উত্তর: ‘সুভা’ গল্পে ‘গ্রামলক্ষ্মী স্রোতস্বীনী’ কথাটি দ্বারা চণ্ডীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ছোট নদীকে বোঝান হয়েছে। সুভাদের গ্রামের নাম চণ্ডীপুর। এই গ্রামের পাশ দিয়ে ছোট নদীটি বয়ে গেছে গৃহস্থঘরের মেয়ের মত। নিরলসভাবে তার ছুটে চলা। দুই তীরে অবস্থিত দুই গ্রামের সবার সঙ্গেই যেন নদীটির ভাব-সম্পর্ক রয়েছে। তার জল গ্রামের সবার জন্য প্রয়োজন। দুই ধারে লোকালয় এবং তরুচ্ছায়ঘন তীর, নিচ দিয়ে যেন ‘গ্রামলক্ষ্মী স্রোতস্বীনী’ দ্রুত পায়ে নানা
Talk Doctor Online in Bissoy App