বাংলা ভাষায় ব্যবহৃত যতি চিহ্ন গুলোর কতটি বাক্যের শেষে বসে ?

সঠিক উত্তর:
বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে, বাক্যের শেষে কিংবা বাক্যে আবেগ, জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশ করার জন্য বাক্যে যতি বা ছেদ চিহ্ন ব্যবহার করা হয়। বাক্যের শেষে ব্যবহৃত হয় এমন ছেদচিহ্ন আছে ৩ টি। যথা: ১/দাঁড়ি বা পূর্ণচ্ছেদ ২/প্রশ্নবোধক চিহ্ন ৩/ বিস্ময় ও সম্বোধন চিহ্ন