দুঃসময়ের মুখোমুখি কাব্যগ্রন্থের লেখক-

সঠিক উত্তর: শামসুর রহমান
'দুঃসময়ের মুখোমুখি' কাব্যটি কবি শামসুর রাহমানের লিখা।‘দুঃসময়ের মুখোমুখি’ কাব্যগন্থের লেখক শামসুর রাহমান (১৯২৯ - ২০০৬)। তার কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগন্থ হলো - প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে; রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, নিজ বাসভূমে, বন্দী শিবির থেকে, প্রতিদিন ঘরহীন ঘরে, শূন্যতায় তুমি শোকসভা, বুক তার বাংলাদেশের হৃদয়। অক্টোপাস, নিয়ত মন্তাজ, অদ্ভুত আঁধার এক, এলো সে অবেলায় তার রচিত উপন্যাস