বাংলাদেশের ‘জাতীয় সংগীত’ বিশ্বকবি রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে নেয়া হয়েছে?

সঠিক উত্তর: কোনটিই নয়
রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত-সংকলন গীতবিতানের স্বদেশ অংশের প্রথম গান- 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি'। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা কবিতাটি ২৫ লাইনের। এই কবিতার ১০ লাইনকে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বাউল গায়ক গগন হরকরার গান "আমি কোথায় পাব তারে" থেকে এই গানের সুর ও সঙ্গীত উদ্ভূত।