নিচের কোনটি হিসাব চক্রের একটি ধাপ নয়?

সঠিক উত্তর: নির্বাচন
প্রাচীনপন্থি হিসাববিদগণ হিসাববিজ্ঞানের ৫টি চক্র উল্লেখ করেছেন। বর্তমান সম্প্রসারণপূর্ব হিসাবচক্রকে ১১টি ধাপে বিভক্ত করেন।১. লেনদেন শনাক্তকরণ২. লেনদেন জাবেদাভুক্তকরণ৩. খতিয়ানভুক্তকরণ৪. রেওয়ামিল প্রস্তুতকরণ৫. সমন্বয়করণ৬. সমন্বিত রেওয়ামিল৭. কার্যপত্র তৈরি৮. আর্থিক বিবরণী প্রস্তুত৯. সমাপনী দাখিলা১০. সমাপনী উত্তর রেওয়ামিল১১. বিপরীত দাখিলা