নিচের কোন দলিলকে সংগঠনের ব্লূপ্রিন্ট বলা হয়?

সঠিক উত্তর: স্মারকলিপি
স্মারকলিপি বা সঙ্ঘস্মারককে কোম্পানির সনদ ব্লুপ্রিন্ট বলা হয়।স্মারকলিপি হলো কোম্পানির মূল দলিল, সনদ বা সংবিধান। এতে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায় ও সম্মতির বিষয় সংক্ষেপে লেখা থাকে। এটি কোম্পানির কার্যক্ষেত্র ও ক্ষমতার সীমা নির্দেশ করে। এতে অন্তর্ভুক্ত নেই এমন কাজ কোম্পানি সম্পাদন করতে পারে না। করলে তা ক্ষমতাবহির্ভূত কাজ হিসেবে গণ্য হয়। সে কারণে একে কোম্পানির সনদ বা ব্লুপ্রিন্ট বলে।