সৈয়দ ওয়ালীউল্লাহ "একটি তুলসী গাছের কাহিনী " ছোটগল্পে গোপনে তুলসী গাছের পরিচর্যা কে করতেন?

সঠিক উত্তর: ইউনুস
সৈয়দ ওয়ালীউল্লাহ "একটি তুলসী গাছের কাহিনী " ছোটগল্পে গোপনে তুলসী গাছের পরিচর্যা ইউনুস করতেন"একটি তুলসী গাছের কাহিনী" সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত বাংলা ছোটগল্প। ১৯৪৭ সালে ভারত বিভাজনের পর পরিত্যক্ত একটি হিন্দু বাড়ি কিছু মুসলমান যুবকের দ্বারা দখলকৃত হবার ঘটনাকে কেন্দ্র করে এর কাহিনী রচিত হয়েছে। ওয়ালীউল্লাহ নিজেই "দ্য টেল অব দ্য তুলসী ট্রি" শিরোনামে গল্পটি ইংরেজিতে অনুবাদ করেন।