কোন প্রাণীটি শুধু মাত্র ওরিয়েন্টাল অঞ্চলে পাওয়া যায়? (Which animal is found only in the Oriental region?)

সঠিক উত্তর: গন্ডার (Rhinoceros)
দক্ষিণ এশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলংকা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোচীন, নেপাল, ভুটান ইত্যাদি অঞ্চল নিয়ে গঠিত অঞ্চলই ওরিয়েন্টাল অঞ্চল নামে পরিচিত। এই অঞ্চলের প্রাণিগুলোর মধ্যে রয়েছে হাতি, বাঘ, গীবন, ভালুক, কোকিল, ব্লু বার্ড, ময়ূর, রুই, ঘড়িয়াল, কাতলা ইত্যাদি। গন্ডার প্রাণীটি শুধু মাত্র ওরিয়েন্টাল অঞ্চলে পাওয়া যায় | গণ্ডার (ইংরেজি: Rhinoceros বা Rhino) এক প্রকার স্তন্যপায়ী প্রাণী।