মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা কয়টি? (What is the total number of Cranial nerve of human?)

সঠিক উত্তর: 24 ‍টি
বিভিন্ন সংজ্ঞা অনুসারে মানুষের শরীরে বারো  জোড়া করোটিকা স্নায়ু রয়েছে | করোটিকা স্নায়ু (ইংরেজি: cranial nerves) বা ক্রেনিয়াল নার্ভ হচ্ছে সেসকল স্নায়ু যা সরাসরি মস্তিষ্ক থেকে উদ্ভূত। ব্রেইনস্টেম থেকে উদ্ভূত স্নায়ুগুলোও এর মধ্যে অন্তর্ভুক্ত। উল্লেখ্য, করোটিকা স্নায়ুগুলোর মধ্যে দশটির উৎপত্তিস্থল-ই ব্রেইনস্টেম।