মানব দেহের ভানসাম্য রক্ষায় কর্ণের কোন অংশটি সম্পৃক্ত? (Which part of the ear is involved with maintaining equilibrium in human body?)

সঠিক উত্তর: মেমব্রেনাস (Membranous labyrinth)
মানব দেহের ভারসাম্য রক্ষায় কর্ণের মেমব্রেনাস ল্যাবিরিন্থঅংশটি সম্পৃক্ত| মেমব্রেনাস ল্যাবিরিন্থ এর মূলদেহ ইউট্রিকুলাস ও স্যাকুলাস নামক দুটি প্রকোষ্ঠ নিয়ে গঠিত। ইউট্রিকুলাস আকারে বড় ও উপরে অবস্থান করে। স্যাকুলাস ছোট এবং নিচে অবস্থান করে।