’এ বয়স তবু নতুন কিছু তো করে’-এখানে ’তবু’ হচ্ছে

সঠিক উত্তর: অব্যয়
’এ বয়স তবু নতুন কিছু তো করে’-এখানে ’তবু’ হচ্ছে অব্যয়বাক্যে বা শব্দের সাথে ব্যবহৃত যে সকল ধ্বনি-বিভক্তি, বচন, লিঙ্গ ও কারকভেদে কোনোভাবে পরিবর্তন হয় না, সেসকল পদকে অব্যয় বলে।