টাংস্টেন ইস্পাত কি কি ধাতু সহযোগে গঠিত?

সঠিক উত্তর: Fe, W, C
উলফ্রামাইট, সিলাইট ইত্যাদি আকরিক থেকে টাংস্টেন ধাতু পাওয়া যায়। এই ধাতুর নিষ্কাষণ বেশ জটিল ও ব্যয়সাপেক্ষ। এটা একটা দুষ্প্রাপ্য ধাতু সংকর। উচ্চ গলনাঙ্ক সম্পন্ন এই ধাতু ইস্পাতের সাথে বিশেষ প্রক্রিয়ায় মিশ্রিত হয়ে ভিন্ন নামের সংকর ইস্পাত তৈরি করে।