যেটি বা যেগুলো অস্থানিক মূলের প্রকারভেদ-

সঠিক উত্তর: সবগুলো
যেসব মূল ভ্রূণমূল থেকে উৎপন্ন না হয়ে কাণ্ড ও পাতা থেকে উৎপন্ন হয় তাদের অস্থানিক মূল(Fibrous root) বলে।অস্থানিক মূল দুই প্রকার—গুচ্ছ মূল, অগুচ্ছ মূল।ধান, নারকেল, সুপারি ইত্যাদির কাণ্ডের নিচের দিকে একগুচ্ছ সরু মূল দেখা যায়। এগুলোই গুচ্ছ মূল।অন্যদিকে, বটের মূল ছড়িয়ে-ছিটিয়ে থাকে তাই এগুলো অগুচ্ছ মূল।