নিম্নের কোনটি জৈব যৌগের জন্য সত্য নয় ?

সঠিক উত্তর: প্রধানত আনিক বন্ধন দ্বারা গঠিত হয়
জৈব যৌগের বৈশিষ্ট্য:১. সমযোজী যৌগ।২. পানিতে অদ্রবণীয় ও তড়িৎ অপরিবাহী কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয় (অ্যালকোহল ও ইথার)।৩. ক্যাটিনেশন ও সমাণুতা প্রদর্শন করে।৩. সংযোজন, প্রতিস্থাপন ও অপসারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ৫. কার্বন পরমাণু চতুর্যোজ্যতা প্রদর্শন।