দাঁত ওচোয়ালের মধ্যে যে অস্থি থাকে তা নিম্নের কোনটি ?

সঠিক উত্তর: গমফোসিস
★★অস্থিসন্ধি তিন প্রকার:   · তন্তুময় সন্ধি    · তরুণাস্থিময় সন্ধি       · সাইনোভিয়াল সন্ধি★★তন্তুময় সন্ধি:· সুচার : করোটিকার অস্থি  · সিনডেসমোসিস : টিবিও ফিবুলা     · গমফোসিস : দাঁত ও চোয়াল★★তরুণাস্থিময় সন্ধি:    · সিমফাইসিস : শ্রোণীদেশে, দুই কশেরুকার মধ্যবর্তী স্থান        · সিনকন্ড্রোসিস : স্টার্নামের সাথে প্রথম পর্শুকার সন্ধি, বর্ধনশীল লম্বা হাড়ে★★ সাইনোভিয়াল অস্থিসন্ধি:     · সমতল অস্থিসন্ধি : দু’টি কার্পাল অস্থির মধ্যকার সংযোগ          · বল ও কোটর অস্থিসন্ধি : স্কন্ধ সন্ধি        · কন্ডাইলয়েড বা ডিম্বাকার অস্থিসন্ধি : হাঁটু সন্ধি           · পিভট অস্থিসন্ধি : প্রথম দু’টি সারভাইকাল (গলাদেশীয় বা গ্রীবাদেশীয়) কশেরুকার মধ্যে             · স্যাডল (ঘোড়ার জিন আকৃতির) অস্থিসন্ধি : বৃদ্ধাঙ্গুলের কার্পাল ও মেটাকার্পালের মধ্যকার সন্ধি         · হিঞ্জ (কব্‌জা) অস্থিসন্ধি : কনুইয়ের সন্ধ