সালোকসংশ্লেষণে নিম্নে উল্লেখিত কোন রঙের আলো সর্বাধিক সক্রিয় ?

সঠিক উত্তর: নীল
সালোক সংশ্লেষণের সময় আলোর বেগুনী নীল এবং কমলা লাল অংশ বেশি ব্যবহৃত হয়। বাকি বর্নের আলো খুব কম ব্যবহৃত হয়। ক্লোরোফিল বিশেষ বিশেষ তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করতে পারে । লাল আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয়।