মূলের বেলায় কোন উক্তিটি সঠিক নয়?

সঠিক উত্তর: স্থলজ ও জলজ উভয় প্রকার উদ্ভিদেই মূলস্থান অঞ্চল বিদ্যমান
মূল বা শেকড় (ইংরেজি: Root) হচ্ছে একটি বৃক্ষ বা গাছের ভিত্তি। উদ্ভিদের ভ্রূণমুকুল থেকে উৎপন্ন হয়ে যে অঙ্গটি মাটির নিচে বৃদ্ধি পায় তাকে মূল বলে। স্থলজ ও জলজ উভয় প্রকার উদ্ভিদেই মূলস্থান অঞ্চল বিদ্যমান |মূলের প্রকারভেদআকৃতি দিক থেকে মূল চার প্রকার। যথা–১। মুলাকৃতি মূল,২। গাজরাকৃতি মূল,৩। শালগমাকৃতি মূল এবং৪। কন্দাকৃতি মূল।