এনোফিলিস মশা কামড়ের সময় ম্যালেরিয়া পরজীবী যে ধাপটি মানুষের শরীরে ঢুকায়-

সঠিক উত্তর: স্পোরোজয়েট
 স্পোরোজয়েট: এগুলো সঞ্চালনক্ষম, অতি ক্ষুদ্র, সামান্য বাঁকানো, উভয় প্রান্ত সুচালো, দেহবিশিষ্ট। এদের দেহ স্থিতিস্থাপক পর্দায় আবৃত। ৪৫ মিনিট পর স্পোরোজয়েটগুলো রক্তরস থেকে যকৃতের প্যারেনকাইমা কোষের অভ্যন্তরে প্রবেশ করে, এখানেই বৃদ্ধিপ্রাপ্ত হয়।