ডিএনএ (DNA ) অণুর মধ্যে যে দুইটি পিউরিন নাইট্রোজেন বেস থাকে তাদের নাম কি?

সঠিক উত্তর: এডেনিন ও গুয়ানিন
অনেক ধরনের প্রাকৃতিকভাবে সৃষ্ট পিউরিন রয়েছে । এর মাঝে অ্যাডেনিন এবং গুয়ানিন নামক নাইট্রোজেন ক্ষারক রয়েছে । ডিএনএ তে , এই ক্ষারকদুটি যথাক্রমে দুটি এবং তিনটি হাইড্রোজেন বন্ধন দ্বারা এদের পাইরিমিডিন পরিপূরক থায়ামিন এবং সাইটোসিন এর সাথে যুক্ত হয় ।