ধানের টুংরো রোগ সৃষ্টিকারী অনুজীব কি ?

সঠিক উত্তর: ভাইরাস
নেফোটেটিক্স ভাইরিসেনস (Nephotettix virescen ) নামক এক ধরনের পাতা ফড়িং দ্বারা এ ভাইরাস ছড়ায়। যে সকল উচ্চফলনশীল স্বল্পায়ু ধান বছরে দুবার চাষ করা হয়, সেগুলোতে টুংরো ভাইরাস দেখা যায়। ধান গাছ একবার টুংরো ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে গেলে সেটা আর আরোগ্য হয় না।