জৈব যৌগে কার্বন-কার্বন দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়ে নিচের কোন পদ্ধতিটি ব্যবহার করা যায়?

সঠিক উত্তর: ওজোনোলাইসিস
C7H14 হেক্সিনকে ওযোনাইজেশনের পর Zn এর সাথে বিক্রিয়ায় 1 অণু CH3CH2CHO প্রোপান্যাল ও 1 অণু্ CH3CH2CH2CHO বিউটান্যাল পাওয়া যায়। সুতরাং এটি 3-হেপ্টিন ও দ্বিবন্ধনের অবস্থান বাম দিক থেকে 3 নং ও ডান দিক থেকে 4 নং কার্বনে। C6H12 হেক্সিনকে ওযোনাইজেশনের পর Zn এর সাথে বিক্রিয়ায় 2 অণু CH3C2CHO প্রোপান্যাল পাওয়া যায়। সুতরাং এটি 3-হেক্সিন ও দ্বিবন্ধনের অবস্থান বাম ও ডান উভয় দিক থেকে 3 নং কার্বনে।