সমকোণী ত্রিভূজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সেমি হলে এর অতিভুজের মান কত?

সঠিক উত্তর: 5 সেমি
এখানে, দেওয়া আছে, ভূমি = ৩ সে.মি , লম্ব = ৪ সে.মি. এবং অতিভুজ = ? পিথাগোরাস এর সূত্রানুসারে আমারা জানি, (অতিভুজ) ২ = (ভূমি)২ + ( লম্ব)২ = (৩)২ + (৪)২ = ৯ + ১৬ = ২৫ অতএব, অতিভুজ = ৫ আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ