বাংলাদেশ কোন প্রাণিভৌগলিক অঞ্চলে অবস্থিত ?

সঠিক উত্তর: ওরিয়েন্টাল
ভৌগােলিক অঞ্চলে প্রাণীদের নির্দিষ্ট সন্নিবেশে এমন কিছু প্রজাতি বাস করে যা ঐ অঞ্চলের একান্ত নিজস্ব, এসব অঞ্চলকে প্রাণী ভৌগােলিক অঞ্চল বলে। বাংলাদেশ ওরিয়েন্টাল প্রাণিভৌগলিক অঞ্চলে অবস্থিত | প্রাকৃতিক পরিবেশে অভিযােজনের কারণে পৃথিবীব্যাপী প্রাণী বিস্তারের এ বৈশিষ্ট্য সৃষ্টি হয়।