রুই মাছের আঁইশের ধরন হচ্ছে -

সঠিক উত্তর: সাইক্লয়েড
রুই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে Labeo rohita এবং ইংরেজি নাম হচ্ছে Rohu Carp। মিঠা পানির যেসব মাছের মাথায় আঁইশ থাকে না কিন্তু সারা দেহ সাইক্লয়েড (cycloid) আঁইশ দিয়ে আবৃত থাকে, দেহগহ্বরে পটকা থাকে তাদের কার্প (carp) জাতীয় মাছ বলে।