বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায়?

সঠিক উত্তর: মহাস্থানগড়ে
শাহ সুলতান বলখী ১৪ শ শতকে বল্লখ/বলখ (আফগানিস্তান) থেকে বাংলায় আসেন। বলখ থেকে আসায় তাঁর নামের শেষে বলখী যুক্ত হয়েছে। কথিত আছে তিনি মাছের পিঠে বা মাছের মতো তৈরি নৌকায় এসেছিলেন । এজন্য তাঁকে মাহিসাওয়ারও বলা হয়। তাঁর ইসলামিক দাওয়াতে দলে দলে লোক ইসলাম গ্রহণ করলে পুণ্ড্রবর্ধনের শেষ রাজা পরশুরাম তাঁর বিরোধিতা করে। ফলে যুদ্ধের সূচনা হয় এবং রাজা পরশুরাম পরাজিত হন ও মৃত্যুবরণ করেন৷ শাহ সুলতান বলখীর মাজার মহাস্থানগড় তথা পুন্ডবর্ধনে।