কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন (EU) থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছে?

সঠিক উত্তর: ব্রিটেন
প্রশ্ন : কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছে? উত্তর: ব্রিটেন ব্যাখ্যা: 2016 সালের 23 জুন অনুষ্ঠিত এক ঐতিহাসিক গণভোটের মধ্য দিয়ে EU'এর সাথে বন্ধন ছেরার রায় প্রদান করে যুক্তরাজ্যের জনগণ। এতে 28 জাতির রাজনৈতিক ও অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়নের (EU') সাথে চার দশকের সম্পর্ক ছিন্ন হয় যুক্তরাজ্যের। লক্ষনীয়, EU' গঠনের পর যুক্তরাজ্যেোই EU' এর প্রথম দেশ , যারা এ জোট ছেড়ে বেরিয়ে যায়।