নিম্নের কোন বিষয়ে নিজের সাক্ষীকে ইঙ্গিপূর্ণ প্রশ্ন করা যায়?

সঠিক উত্তর: স্বীকৃত বিষয়
ইঙ্গিতবাহী প্রশ্ন (Leading Question): সাক্ষ্য আইনের ১৪১ ধারায় ইঙ্গিতবাহী প্রশ্ন (Leading Question) সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রশ্নকারী প্রশ্নের মধ্যে তার উত্তরের ইঙ্গিত প্রদান করে প্রশ্ন করলে তাকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলে। প্রতিপক্ষ যদি আপত্তি করে তাহলে আদালতের অনুমতি ব্যতীত কোন বিষয়ে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় না। সাক্ষীকে সাধারণত স্বীকৃত বিষয় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়।