রাইডোজোমে প্রোটিনের শতকরা পরিমাণ কত?

সঠিক উত্তর: ৩৫%
রাইবোজোম , যাকে 'প্যালাডে দানা'ও বলা হয় ( আবিষ্কারক জর্জ প্যালাডের নামানুসারে এবং দানাদার গঠনের কারণে) এক ধরনের ম্যাক্রোমোলার অঙ্গাণু যা দেহের সকল কোষেই পাওয়া যায়। এটি মূলত জৈবিক প্রোটিন সংশ্লেষণের (মেসেঞ্জার আরএনএ বা বার্তাবহ আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া) কাজ করে থাকে। রাইডোজোমে প্রোটিনের শতকরা পরিমাণ প্রায় 35% |