মানুষের করোটিক স্লায়ু কয় জোড়া?

সঠিক উত্তর: ১২ জোড়া
যে সব স্নায়ু মস্তিষ্কের বিভিন্ন অংশ থেকে উৎপত্তি লাভ করে করােটিকার বিভিন্ন ছিদ্রপথে বের হয়ে দেহের বিভিন্ন অঙ্গে বিস্তৃত হয় তাদের করােটিক স্নায়ু বলে। মানুষের করােটিক স্নায়ু ১২ জোড়া। এদেরকে রােমান সংখ্যা (i-xii) দিয়ে চিহ্নিত করা হয়। করােটিক স্নায়ুসমূহ সেনসরি বা সংবেদী, মটর বা আজ্ঞাবাহী/চেষ্টীয় এবং মিশ্র প্রকৃতির হয়ে থাকে |