'ধান দিয়া কি হইবে মানুষের জান যদি না থাকে'- লালসালু উপন্যাসে উক্তিটি কার?

সঠিক উত্তর: রহিমার
লালসালু উপন্যাস টির লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ। উপন্যাসটির ইংরেজি অনুবাদের নাম (Tree without roots) উপন্যাসটির প্রধান চরিত্র, মঞ্জিল, জমিলা এবং আমেনা। তাঁর অন্য দুটি উপন্যাস হল:- চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো। তিনি ১৯২২ সালে ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহলে জন্মগ্রহন করেন এবং ১৯৭১ সালে ১০ অক্টোবর প্যারিসে মৃত্যুবরন করেন।