মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অন্তর্ভূক্ত ছিল?

সঠিক উত্তর: ২নং
১ নং সেক্টরের অধীনে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং ফেনী নদী পর্যন্ত।। ২ নং সেক্টরে - নোয়াখালী ও কুমিল্লা, ঢাকা ও ফরিদপুর জেলার অংশ বিশেষ। ৮ নং সেক্টরে - কুষ্টিয়া, যশোর এবং ফরিদপুর ও খুলনার অংশ বিশেষ। ৫ নং সেক্টরে সিলেট জেলার অংশ বিশেষ এবং বৃহত্তম ময়মনসিংহ সীমান্তবর্তী অঞ্চল।