' আমি বিজয় দেখেছি' -এই গ্রন্থের রচয়িতা কে?

সঠিক উত্তর: এম আর আখতার মুকুল
' আমি বিজয় দেখেছি' - এই গ্রন্থের রচয়িতা এম আর আখতার মুকুল। এম আর আখতার মুকুল (৯ আগস্ট ১৯৩০ - ২৬ জুন ২০০৪) একজন বাংলাদেশি মুক্তিযোদ্ধা যিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় প্রচারিত স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের চরমপত্রের পরিচালক, লেখক ও কথক ছিলেন। 'চরমপত্র' অনুষ্ঠানটির মাধ্যমে মুক্তিযোদ্ধাদের ব্যাপক সাহস, উৎসাহ - উদ্দীপনা ও অনুপ্রেরণা যুগিয়েছিল৷ তার প্রকাশিত গ্রন্থ সম্পাদনা: চল্লিশ থেকে ’৭১ একুশের দলিল শতাব্দীর কান্নাহাসি আমি বিজয় দেখেছি একাত্তরের বর্ণমালা মহাপুরুষ জয় বাংলা ওরা চার জন বিজয়'৭১