নিম্নের কোন মৌলটি f-ব্লক মৌল নয়?

সঠিক উত্তর: Th
এফ-ব্লক হল মৌলিক পদার্থের পর্যায় সারণির এমন একটি ব্লক যেখানকার মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসের এফ অক্ষে ইলেকট্রন রয়েছে। মূল ইলেকট্রন বিন্যাস আউফবাউ নীতির ভিত্তির অনুমান থেকে কিছুটা ভিন্ন হতে পারে। এই ব্লকের মৌলগুলোকে আন্ত অবস্থান্তর মৌল বলা হয়ে থাকে।