নিচের কোন মৌলের পরমাণুর ব্যাসার্ধ সবচেয়ে বড়?

সঠিক উত্তর: Cs
পারমাণবিক সংখ্যা বেশি হলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। কারণ নতুন শক্তিস্তর যুক্ত হয়। ফলে বহিঃস্থ স্তরের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল হ্রাস পায় বলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। Cs 57 এর পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি।