নিডারীয়দের দংশন অঙ্গাণু কোনটি?

সঠিক উত্তর: নিমাটোসিস্ট
নিডারিয়ানদের দংশন অঙ্গাণু (Stinging organelles) হচ্ছে – নেমাটোসিস্ট। কোষের ভেতরে প্রোটিন ও ফেনলে গঠিত হিপনোটক্সিন নামের বিষাক্ত তরলে পূর্ণ এবং একটি লম্বা, সরু, ফাঁপা ও প্যাঁচানো সূত্রকযুক্ত স্থূল প্রাচীরের ক্যাপস্যুলকে নেমাটোসিস্ট বলে।