কৃষ্ণচূড়া ফুলের পুষ্পপত্রবিন্যাস -

সঠিক উত্তর: ইমব্রিকেট
কোনো উদ্ভিদের মুকুলাবস্থায় ফুলের বৃত্যংশ বা পাপড়িগুলো পরস্পর যেভাবে বিন্যস্ত থাকবে, তাকে পুষ্পপত্রবিন্যাস বা এস্টিভেশন বলে। যখন বৃত্যাংশ বা দলাংশের মধ্যে একটির উভয়প্রান্ত আবৃত থাকে এবং আর একটির উভয়প্রান্ত অনাবৃত থাকে এবং বাকি বৃত্যাংশ বা দলাংশগুলি ট্যুইস্টেড পদ্ধতিতে বিন্যস্ত থাকে , তখন তাকে ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস বলে । উদাহরণ – কৃষ্ণচূড়া ( Delonirregia ) , কালকাসুন্দা ( Cassia sophera ) ইত্যাদি ।