বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ এসেছে কোন ভাষা থেকে?

সঠিক উত্তর: ফার্সি ভাষা থেকে
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি শব্দগুলোর মধ্যে ফারসি শব্দই সবচেয়ে বেশি। i. ধর্মসংক্রান্ত শব্দ: খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা ইত্যাদি।