কোন সালের আইন অনুসারে অংশীদারী কারবার গঠিত হয়?

সঠিক উত্তর: ১৯৩২ সালের অংশীদারী আইন অনুসারে
অংশীদারি আইন - ১৯৩২ অংশীদারি আইন মোতাবেক ২ বা ততোধিক ব্যক্তি এবং সর্বোচ্চ - ২০জন (ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ - ১০জন) দেশের প্রচলিত আইন অনুসারে চুক্তির ভিত্তিতে যখন মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোন বৈধ ব্যবসা গঠন করে তাকে অংশীদারি ব্যবসায় বলে৷ চুক্তি অংশীদারি ব্যবসায়ের মুল ভিত্তি৷ চুক্তি ছাড়া কোন অংশীদারি ব্যবসায় হতে পারে না৷