পাটের আঁশ হলো-

সঠিক উত্তর: ফ্লোয়েম স্কেরেনকাইমা
স্ক্লেরেনকাইমা তন্তু জাইলেম কলার সঙ্গে অবস্থান করলে তখন তাকে কাষ্ঠল তন্তু এবং ফ্লোয়েম কলার সঙ্গে অবস্থান করলে তখন তাকে বাস্ট তন্তু বলে । পাট , শণ ইত্যাদি ফ্লোয়েম স্লেরেনকাইমার উদাহরণ ।