কোন রোগটি মশার কামড়ে হয় না?

সঠিক উত্তর: কলেরা
ক্ষুদ্র একটি প্রাণী মশা। যার কামড়ে বহন করে অনেক ক্ষতিকারক ও জীবননাশক জীবানু। মশার কামড়ে ডেঙ্গু বা ম্যালেরিয়া হয়। সাম্প্রতিক সময়ে অবশ্য চিকনগুনিয়া দেশে বেশ আলোচিত একটি মশাবাহিত ভাইরাসের নাম । কলেরা (ওলাউঠা) হল অন্ত্রের সংক্রমণ। দূষিত খাদ্য বা জল থেকে এই রোগটি হয়ে থাকে।